Market

করোনায় কর্মহীন হয়েছেন অনেকেই। বাদ নেই চটকলের শ্রমিকরা। একের পর এক চটকল বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিকের ভাগ্যে ঝুলেছে দুর্ভোগের তালা। তাই, শ্রমিকদের স্বার্থেই এবার আসরে নামলেন জুট কমিশনার মলয় চন্দ।
আগামী ১০ জুনের মধ্যে সমস্ত কাঁচা পাট বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, সমস্ত পাট ব্যবসায়ীকে তাঁদের হাতে থাকা কাঁচা পাটের সবটাই বিক্রি করে দিতে হবে চটকলগুলিকে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কারাবাস বা আর্থিক জরিমানার মত বড়সড় মাশুল পোয়াতে হবে।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতিতে কাঁচা পাটের অভাব এবং অত্যধিক দামের জন্য বন্ধ হতে থাকে একের পর এক চটকল। ফলে কর্মহীন হতে শুরু করেন এই চটকলের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক। আর সেই কারণেই রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে খাদ্যশস্যর জন্য পর্যাপ্ত পরিমাণ চটের বস্তা সরবরাহের নির্দেশ দেন। যে কারণেই কাঁচা পাট বিক্রিকে গুরুত্ব দিয়েছেন জুট কমিশনার।
ব্যুরো রিপোর্ট