Daily
কুর্নিশ তাঁর পরিশ্রমকে। একে রয়েছে ডেলিভারির তাড়া। তার ওপর প্রবল যানজট। কিন্তু স্বপ্ন পূরণে কোন বাধাই যে বাধা নয়। সেটাই প্রমাণ করে দিলেন এই জোম্যাটোর ডেলিভারি বয়। একটি ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ছড়াছড়ি নেটিজেনদের মধ্যে। যেখানে দেখা যাচ্ছে, ঐ যুবকের পরনে জোম্যাটোর পোশাক। যার মানে তিনি রয়েছেন কর্তব্যরত অবস্থায়। প্রবল যানজট তখন। ভিড়ের কারণে দাঁড়িয়ে রয়েছে বাইক। আর ঠিক ঐ সময়েই ইউপিএসসি-র মত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মোবাইলে দেখা যাচ্ছে ইউপিএসসি-র প্রস্তুতিমূলক ভিডিও। যার অর্থ, তিনি কোনভাবেই কোন পরিস্থিতিতেই সময় নষ্ট করতে চান না। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে নি বিজনেস প্রাইম নিউজ। দেখুন সেই ভিডিও।
ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই কার্যত প্রশংসার বন্যা ভেসে আসছে। অন্ন সংস্থানের জন্য সেই যুবকের কঠিন সংগ্রাম, সঙ্গে স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া- যুবকের এই অদম্য জেদের কাছে কার্যত হার মেনেছে আশেপাশের সবকিছু। ইউপিএসসি ভারতের অন্যতম কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় বসেন অনেক ছাত্রছাত্রী। কিন্তু চাকরি পাবার মত ভাগ্যের শিকে ছেঁড়ে গুটিকয়েকের। ইউপিএসসি-র পরীক্ষা পাশ করতে কার্যত দিন-রাত এক করে দিতে হয় পড়ুয়াদের। তাও যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছেন, তাঁদের কথা আলাদা। তাই বলে এই যুবক কিভাবে করলেন? প্রবল যানজট, জোম্যাটোর ডেলিভারির তাড়া এইসব কিছুকে সঙ্গে রাখতে হয়। কারণ এটাই রুজিরুটি তাঁদের। তবে এই যুবক যেন সবকিছুকে ছাপিয়ে গেলেন। স্বপ্ন পূরণের মরিয়া প্রয়াস তিনি করছেন, আর ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন। বিজনেস প্রাইম নিউজ এই যুবকের পরিশ্রমকে কুর্নিশ জানায়। স্বপ্ন পূরণ হোক ঐ পরিশ্রমী যুবকের।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ