Trending

শ্যুটিং হবে পুরোদস্তুর। থাকছে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ম্যাচ খেলার জন্য সুবিস্তৃত স্পোর্টস এরিনাও। আর এই সবটাই ভূপৃষ্ঠে নয়। ভূপৃষ্ঠ থেকে অন্তত ৪০০ কিলোমিটার উপরে। মহাকাশ স্টেশনে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির পৃথিবীর মানুষ যদি চাঁদ আর মঙ্গলে যদি মানুষ জমি পর্যন্ত কিনে রাখতে পারে, তাহলে মহাকাশ স্টেশনে শ্যুটিং কেনো নয়! অভিনেতা, পরিচালক, প্রযোজক টম ক্রুজের চলচ্চিত্রের সহ প্রযোজক সংস্থা স্পেস এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ বা এসইই-র তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, পৃথিবীতেই বানানো হবে এই মহাকাশের সেই স্পোর্টস এরিনা আর ফিল্ম স্টুডিও। এরপর এসইই-১ নামে একটি মডিউলে এই দুটিকে বসিয়ে, পাঠানো হবে মহাকাশ স্টেশনে। মডিউলটির যাত্রাপথ শেষ হবে মহাকাশের বাণিজ্যিক অংশ অর্থাৎ অ্যাক্সিয়ম স্টেশনে। ২০২৮ সাল নাগাদ এই বাণিজ্যিক অংশটি আলাদা হয়ে গেলে এটি স্পেস স্টেশনে পৃথিবীর কক্ষপথে দিনে ১৫ থেকে ১৬ বার স্বাধীনভাবে প্রদক্ষিণ করতে পারবে।
সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ২০২৪ সালের মধ্যেই শ্যুটিং ইন্ডাস্ট্রি তথা স্পোর্টস ওয়ার্ল্ড এমনই এক অভিনব উপহার পেতে চলেছে। এই স্পেস স্টেশনের শ্যুটিং স্টুডিওতে পৃথিবীর যেকোনো দেশ চাইলে শ্যুটিং করতে পারে বলে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট