Daily

করোনা অতিমারিতে কম বেশি প্রায় সকল মানুষেরই খাদ্য, বস্ত্র, অন্নে টান পড়েছে। চাকরি হারিয়েছেন বহু মানুষ। কিছুটা বাধ্য হয়েই হাত দিতে হয়েছে সঞ্ছয়ের ভাঁড়ারে। এবিষয়ে কাজে এসেছে ইপিএফও। তবে ইপিএফও আছে এমন অনেক মানুষই জানেন না তাদের অ্যাকাউন্টে কত টাকা আদেও পরে আছে।
এবার সহজেই জানুন কিভাবে চেক করবেন আপনার ইপিএফও অ্যাকাউন্টের ব্যালান্স। এক ফোনে, কল করে বা এসএমএস এর মাধ্যমে নিমেষেই জানতে পারবেন ব্যালান্স। তবে এক্ষেত্রে গ্রাহকের ইউএএন নম্বরটি সক্রিয় থাকা আবশ্যিক। আসুন জেনে নেওয়া যাক কিভাবে জানবেন আপনার ইপিএফও অ্যাকাউন্টের ব্যালান্স।
কলের মাধ্যমে- অ্যাকাউন্টের সাথে সংযুক্ত যে মোবাইল নম্বরটি সক্রিয় আছে সেটি থেকে ০১১২২৯০১৪০৬- এই নম্বরে একটা মিসড কল দিলেই আপনার ফোনে কয়েক সেকেন্ডের মধ্যে একটি এসএমএস আসবে যেখানে আপনার অ্যাকাউন্টের ব্যালান্স লেখা থাকবে।
এসএমএস এর মাধ্যমে- অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরটি থেকে ‘EPFOHO UAN’ লিখে ৭৭৩৮২৯৯৮৯৯- এই নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে গ্রাহক তার নিজের ভাষাতেও তথ্য পেতে পারেন। সেক্ষেত্রে এসএমএস-এ নিজের ভাষার প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। অর্থাৎ কেউ বাংলায় তথ্য পেতে চাইলে তাকে লিখতে হবে, ‘EPFOHO UAN BEN’.
এর ফলে মুহূর্তেই আপনার মুঠোফোনে ধরা দেবে আপনার ইপিএফও অ্যাকাউন্টের ব্যালান্স।
ব্যুরো রিপোর্ট