Jobs

কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিনটিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীন ইন্ডিয়া সিকিউরিটি প্রেস জুনিয়র টেকনিশিয়ান পদে ১০৮ জন লোক নিচ্ছে।
যোগ্যতাঃ
জুনিয়র টেকনিশিয়ান ( টেকনিক্যাল) ঃ আই.টি.আই থেকে লিথো অফসেট মেশিন মিনডার, লেটার প্রেস মেশিন মিনডার, অফসেট প্রিন্টিং,প্লেটমেকিং, ইলেক্ট্রোপ্লেটিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। প্রিন্টিং টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য।
বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা।
শূন্য পদঃ ৪১ টি ( জেনাঃ ১৯, ই.ডব্লিউ.এস ৩, ও.বি.সি ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪)
জুনিয়র টেকনিশিয়ান (স্টুডিয়ো)ঃ আই.টি.আই থেকে এনগ্রেভার, প্লেটমেকার ( লিথোগ্রাফিক ) ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে।
বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা।
শূন্যপদঃ ৪ টি ( জেনা ৩, ও.বি.সি ১)
জুনিয়র টেকনিশিয়ান ( ফিটার)ঃ আই.টি.আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে।
বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনেঃ ১৮,৭৮০-৬৭,৩৯০ টাকা।
শূন্য পদঃ ৪ টি ( জেনা ২, ও.বি.সি ১, তঃজাঃ ১)
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে, পূর্ব ভারতে কলকাতায়। ১৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন http://ispnasik.spmcil.com এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ