Prime
Daily
ইনভেস্টমেন্ট ১০ হাজার, রিটার্ন ১৬ লাখ, পোষ্ট অফিসের দুর্দান্ত স্কিম
By BPN Desk | September 29, 2021
Daily
লো রিস্কে ইনভেস্ট করতে চান? তাহলে এই স্কিম আপনার জন্য একদম আদর্শ। পোষ্ট অফিস আপনার জন্য নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। ১০ হাজার টাকার ইনভেস্টমেন্টে পেয়ে ১৬ লাখ টাকার দুর্দান্ত রিটার্ন।
পোষ্ট অফিস নিয়ে এলো রেকারিং ডিপোজিট স্কিম। কমপক্ষে ৫ বছরের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে এই স্কিমের আওতায়। প্রতিমাসে মাত্র ১০০ টাকা জমা করতে হবে। সর্বচ্চ টাকা জমা দেওয়ার কোন লিমিট নেই। এই মুহূর্তে আরডি স্কিমে ৫.৮% হারে সুদ দেওয়া হলেও, প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার পরিবর্তিত করা হয়।
একটানা ১০ বছর ধরে ১০ হাজার টাকা জমালে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা। পরপর ৪ টি কিস্তির টাকা না অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে বন্ধ হয়ে গেলেও তার দুমাসের মাথায় অ্যাকাউন্ট পুনরায় চালু করা যাবে।
ব্যুরো রিপোর্ট