Daily

আগেই বাতিল হয়েছিল সিবিএসই, আইসিএসই বোর্ডের পরীক্ষা। সেই একই পথে হাঁটল রাজ্য সরকার। বাতিল হল এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে প্রথম থেকেই আশঙ্কার মেঘ জমা হচ্ছিল। অতিমারি পরিস্থিতিতে আদৌ পরীক্ষা নেওয়া যুক্তি সঙ্গত কিনা সেই বিষয়েও তৈরি হয় ধন্ধ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নিজেই জানিয়েছিলেন যে, এই বছর মাধ্যমিক হবে মধ্য অগাস্টে এবং উচ্চ মাধ্যমিক জুলাইতে। কিন্তু অনিশ্চয়তা ছিল প্রথম থেকেই। পরীক্ষা আদৌ সম্ভব কিনা তার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন মুখ্যমন্ত্রী। অবশেষে জানিয়ে দেওয়া হল- এই বছরের মত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে বাতিল রাখতেই হল। মূলত বিশেষজ্ঞ কমিটি এবং জনগণের মতামতের ওপর নির্ভর করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। তবে পরীক্ষা না নিয়েও কিভাবে মার্কশিট তৈরি করা হবে সেই বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট