Daily

স্থগিত রইল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা। আজ দুপুর ২টো নাগাদ এই বৈঠক হবার কথা ছিল। কিন্তু কোন বৈঠক না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যে। সঙ্গে অনিশ্চয়তা- আদৌ পরীক্ষা হবে তো?
সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে, মাধ্যমিক হবে মধ্য অগাস্টে এবং উচ্চ মাধ্যমিক হবে জুলাইয়ের শেষে। কিন্তু পরিস্থিতি যেদিকে গেল তাতে কৌতূহল এবং উদ্বেগ বাড়ল অনেকটাই। ইতিমধ্যে সিবিএসই এবং আইসিএসই পরীক্ষা আগেই বাতিল করে দিয়েছিল দিল্লি বোর্ড। তাহলে কি সেই পথেই এগোতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্ষদ?
তবে সূত্রের খবর, পরীক্ষা নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যে কমিটিতে রয়েছেন পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারীক, চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞরাও। এখন তাঁরাই ঠিক করবেন পরীক্ষা হবে কিনা। ৭২ ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সব মিলিয়ে অথৈ জলে পড়ল লক্ষ লক্ষ বাঙালি পড়ুয়াদের ভবিষ্যৎ।