Trending

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করলো যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনেই। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই কথা ঘোষণা করেন।
ইতিমধ্যেই ২০২১-২২শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও মাধ্যমিক পরীক্ষা অন্য শিক্ষা কেন্দ্রে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই। উচ্চ মাধ্যমিক প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। আর লিখিত ও প্র্যাক্টিক্যাল দুই পরীক্ষাই হবে নতুন সংক্ষিপ্ত পাঠ্যক্রমের উপরেই। যেটুকু প্রাকটিক্যাল ক্লাস হয়েছে সেই অংশের উপরেই প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্ন আসবে বলে জানানো হয়েছে।
অপরদিকে মাধ্যমিক পরীক্ষা অফলাইন হবে এবং তা হবে নির্দিষ্ট সেন্টারেই। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পর্ষদ-সভাপতি এদিন জানান প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইসোলেশন রুম থাকবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে সে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে পারবে। ওই রুমে সমস্ত কোভিড বিধি মেনে সমস্ত ব্যবস্থাও করা থাকবে বলে জানানো হয়েছে। এমনকি সবকিছু যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর বার্তায় বলেন, করোনায় শিক্ষাক্ষেত্রে বিপুল ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব নয় তবুও রাজ্য শিক্ষা দফতর শিক্ষাকে চালু রাখার নানা চেষ্টা করে চলেছে।
ব্যুরো রিপোর্ট