Market

গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয় অর্থনীতিও ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে অতিমারির দ্বিতীয় ঢেউতে। শিল্প থেকে ব্যবসা বাণিজ্য সর্বত্রই এসেছে সংকোচন। কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফাণ্ডের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানিয়েছেন, করোনার সেকেন্ড ওয়েভে ভারতের আর্থিক বৃদ্ধি ধাক্কা খেয়েছে সবচেয়ে বেশি। তাই ভারতে যদি তৃতীয় ঢেউ আছড়ে পড়ে তাহলে অর্থনীতির বৃদ্ধির সূচক থমকে যেতে পারে আবারও।
তিনি জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে ভারতে অর্থনীতি বৃদ্ধির হার একধাক্কায় কমে দাঁড়িয়েছে ৯.৫ শতাংশে। তাঁর বক্তব্য, এটা ঠিক যে করোনার দ্বিতীয় ঢেউ আসার কারণে ভারতের আর্থিক বৃদ্ধি বেশ বড় রকম হোঁচট খেয়েছে। এবং বিশ্বের অন্যান্য তাবড় দেশের অর্থনীতির কাছে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। টিকাকরণ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারতে জনসংখ্যা অনেকটাই বেশী হবার কারণে আগামী ২ মাসের মধ্যে সবার টিকাকরণ সম্ভব নয়। তিনি মনে করেন, স্বাস্থ্যের পাশাপাশি অর্থনীতিকে ঘুরে দাঁড় করাবার জন্য উপযুক্ত পরিকল্পনার প্রয়োজন রয়েছে।
ব্যুরো রিপোর্ট