Daily
মানস আদক, নবাব মল্লিকের ও আব্দুল হাইঃ আজ বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যবাসির সকাল থেকেই নজর ছিল চার জেলায়। তৃণমূল-বিজেপির দ্বৈরথে আজ কে উঠে আসবে খবরের শিরোনামে তাই নিয়েই জোর চর্চা। জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল, পোলিং বুথে এজেন্টদের কড়া নজরদারির মধ্যে সম্পন্ন হল ভোটগ্রহণ। নির্বাচনী উত্তাপের জেরেকিছু জায়গায় ছড়িয়ে পড়ল অশান্তির আবহাওয়া। কয়েকটি ঘটনা। অভিযোগের তিরে কখনও ছুঁড়ল তৃণমূল আর কখনও বিজেপি। তবে সবাইকে ছাপিয়ে দিনভর চর্চায় থাকল হাই ভোল্টেজ নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারির মধ্যে নির্বাচনী লড়াইয়ে অশান্তি কিন্তু জিইয়ে থাকল। এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে বয়ালের ৭ নং বুথে সটান পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগানও শুনতে পাওয়া যায়। তারপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়ে ওঠে। এদিকে মুখ্যমন্ত্রীর ভোটদানের দিনেই আজ উলুবেড়িয়ায় বিজেপির হাওয়াকে আরও ছড়িয়ে দিতে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চরম কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আত্মবিশ্বাসী দুই পক্ষই। কমিশন সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৮০%। মুখ্যমন্ত্রী নাকি ভূমিপুত্র, কার দিকে পাল্লা ভারি থাকবে সেটা বলবে সময়। যদিও নির্বাচনী আবহের জেরে সকাল থেকেই সরগরম থাকল গোটা রাজ্য।