Trending

দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের উপর অত্যাধিক চাপ কমাতে এবার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর পেতে চলেছে রাজ্য। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভাঙরে তৈরি হবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এমনই খবর জানালেন তৃণমূলের মুখপাত্র।
নবান্ন সূত্রে খবর, নতুন বিমানবন্দর গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে জমি দেখছে রাজ্য সরকার। বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান যাতে বিমানবন্দরে নাম ওঠা করতে পারে, তার জন্য প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট বিমানবন্দর তৈরির জন্য জমি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যাতে বিমানবন্দরের হ্যাঙ্গারে একসাথে প্রচুর বিমান রক্ষা যায়, তার ব্যবস্থাও করতে বলা হয়েছে নবান্ন সূত্রে
সম্প্রতি, প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব বন্ধ থাকা বিমান বন্দরগুলি চালু করার কথা ঘোষণা করেন। এছাড়াও অন্ডাল বিমানবন্দরের আধুনিকীকরণের বিষয়ে জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট