Market
বি পি এন ডেস্ক : বিধ্বস্ত অর্থনীতিতে শেয়ার বাজারের অবস্থা খুব একটা স্থায়ী নয়। এরই মধ্যে প্রতারণায় লাগাম পড়াতে আরও কড়া হতে চলেছে সেবি। শেয়ার বাজারে কোন অভিযোগ উঠলে তার খুঁটিনাটি তদন্ত করবে শেয়ার বাজার নিয়ন্ত্রক এই সংস্থা। পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কর্পোরেশন এবং ডিপোজিটরিগুলোকে সঠিক নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়াই সেবির লক্ষ্য। একইভাবে সেই নিয়ম পরিচালনার জন্য আদর্শ কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরদের হাতে। মূলত সংস্থার ভেতরের খবর জেনে নিয়ে শেয়ার বাজারে বেআইনিভাবে মুনাফা লোটার মত প্রতারণা হয়ে থাকে। তাই এমন নিয়মের কড়াকড়ি। সেক্ষেত্রে কোন ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তখন সেবির নজরদারিতেই হবে পূর্ণ তদন্ত। আর এই নিয়মের পরিকাঠামো তৈরির সম্পূর্ণ ভার থাকবে সংস্থার পর্ষদের কাঁধে। তদন্ত চলাকালীন কমিটিতে থাকবেন একজন পাবলিক ইন্টারেস্ট ডিরেক্টর এবং একজন বিশেষজ্ঞ। মূলত সুচকের বৃদ্ধি–হ্রাসের এই ছন্দে যাতে প্রতারণার কারণে কোন ব্যঘাত না ঘটে সেদিকেই লক্ষ্য রেখেই সেবির এমন কড়া পদক্ষেপ।