Daily

শেয়ার মার্কেটের দুর্নীতি বন্ধ করাই এখন সেবির পাখির চোখ। ছোট, মাঝারি কিংবা বড়ো – বাজারে বিনিয়োগ করার জন্য এবং ভালো রিটার্নের আশায় অনেক ক্ষেত্রেই পরামর্শ চান বিনিয়োগকারীরা। এক্ষেত্রে অনেকেই এখন আবার বিভিন্ন হোয়াটস অ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের উপর নির্ভর করেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেট অপারেটররা এই সমস্ত লগ্নিকারীদের ঠকিয়ে মুনাফা লোঠে।
গ্রুপে লাখ লাখ মেম্বার দেখে তাদের টিপসের উপর নির্ভর করেই বাজারে বিনিয়োগ করেন লগ্নিকারীদের। তাদের বলে দেওয়া স্টক কেনেন। কিন্তু রিটার্নের বেলায় জোটে বুড়ো আঙুল। কারণ বাস্তবে দেখা গিয়েছে তাদের বলে দেওয়া এই সমস্ত স্টকের দাম কমে বৈ বাড়ে না। ফলে মার্কেট অপারেটরদের পাতা ফাঁদে পা দিয়ে বিপুল ক্ষতির মুখে পড়েন এই সমস্ত বিনিয়োগকারীরা। সম্প্রতি শেয়ার মার্কেট অপারেটরদের এই দুর্নীতি বন্ধ করতেই ‘সার্চ অ্যান্ড সিজার’ অভিযান চালায় সেবি।
গুজরাট, আহমেদাবাদ আর মেহসানার তিনটি ফার্মে এই অভিযান চালায় সেবির আধিকারিকরা। দেখা যায় এই সমস্ত ফার্মের তরফে ‘বাই ট্রেড সেল টুমরো ‘ পলিসিতে কাজ করা হয়ে থাকে। অর্থাৎ শেয়ার বিক্রির একদিন আগে তা ক্রয় করা হতো। যার ফলে সাংঘাতিক রকমের স্ক্যামের শিকার হন বিনিয়োগকারীরা। অভিযান চালিয়ে এইসমস্ত ফার্মের কর্মকর্তাদের মোবাইল বাজেয়াপ্ত করে সেবির আধিকারিকরা।
ব্যুরো রিপোর্ট