Market

সোনার মত রুপোতেও এবার লগ্নি করা সম্ভব। তাই সিলভার ইটিএফ আনার প্রস্তাবে সায় দিল সেবি। এই মিউচুয়াল ফান্ড প্রকল্পের মাধ্যমে সোনার মত রুপোতেও লগ্নি করা সম্ভব।
জানা গিয়েছে, বাজারে যদি রুপোর দাম বাড়ে সেক্ষেত্রে লগ্নিকারীদের রিটার্ন আসবে ভালো। আবার রুপোর দাম নামলে, কমে যাবে রিটার্নের অঙ্কটা। তবে সেবি সূত্রে জানা গিয়েছে, সিলভার ইটিএফের ক্ষেত্রে লগ্নিকারীর সুরক্ষাকে আরো বেশি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম সোনার ইটিএফ আসে দেশের বাজারে। বর্তমানে ৩১ অগাস্ট পর্যন্ত মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৬,৩৫০ কোটি টাকার উপরে। এদিকে সিলভার ইটিএফ আনা নিয়েও ছিল ঢিমেতাল গতি। অবশেষে সেই প্রস্তাবে সায় দিতে সোনার বিকল্প হিসেবে রুপোর চাহিদা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট