Daily

ডিসেম্বরের শহরে নতুন সংযোজন। এ মাসেই যাত্রা শুরু শিয়ালদা ও সেক্টর ফাইভ মেট্রোর। ফলে নিত্য যাত্রীদের অফিস যাওয়া এখন অনেকটাই সহজ হবে। শীতের সকালে মেট্রোর ভিতর বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবার অফিস যাওয়ার দিন এলো শহরের অফিসযাত্রীদের। একই সাথে ফিতে কাটছে সেক্টর ফাইভ মেট্রোও।
একদিকে ফুলবাগান মেট্রো আর অন্যদিকে সেক্টর ফাইভ মেট্রো। ফলে শিয়ালদা মেট্রো স্টেশন যে শহরের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন হতে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবেন এই মেট্রো স্টেশনে। আর সেই কথা মাথায় রেখে যাতে অধিক জমায়েত না হয়, তাই প্রশস্ত জায়গা তৈরি করা হয়েছে এখানে। যাত্রী সুবিধার্থে থাকছে চওড়া প্ল্যাটফর্ম। থাকছে ৯ টি সিঁড়ি আর ১৮ টি এস্ক্যালেটর।
মেট্রো কর্তৃপক্ষ তরফে গ্রিন সিগনাল আসলেই চালু হয়ে যাবে শিয়ালদা মেট্রো। ইতিমধ্যেই বিষয়টি ফাইনাল করতে স্টেশন ও লাইন পরিদর্শনে শিয়ালদা গিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা। আর সব ঠিক থাকলে, শহরবাসী বড়দিনের উপহার হিসেবে শিয়ালদা মেট্রোকে পেতে চলেছে এই মাসেই।
ব্যুরো রিপোর্ট