Daily
একদিকে যখন লকডাউনে টিমটিম করে জ্বলছিল সমুদ্র সৈকতে ব্যবসার আলো ঠিক তখনই ইয়াসের তান্ডব যেন সেটাও নিভিয়ে দিয়ে কার্যত লোডশেডিংয়ে ফেলে দিল সৈকতের ব্যবসা ভাগ্যকে।
উড়িষ্যার উপকূলে ল্যান্ড ফল ইয়াসের। তার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দুই পরগনার উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল।
বাঙালির পর্যটনের সঙ্গে জড়িয়ে রয়েছে দিপুদা শব্দটি। দিপুর পুরো কথা দিঘা, পুরী ও দার্জিলিং।
ইয়াসের সাইড এফেক্টে পুরোপুরি বিপর্যস্ত সৈকত শহর দিঘা। হাওয়ার দাপটে আর জলের তোড়ে সমুদ্রের পাড়ে রাখা বোল্ডারগুলি উড়ে এসে পড়ল রাস্তায়। সৈকতের তীরে দোকান গুলি হল ধুলিস্যাৎ। যে সৈকতকে ঘিরে গড়ে উঠেছে দিঘার ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা-বাণিজ্যের সলিল সমাধি হল সমুদ্রের জলে।
ঝড় থামার পর প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমাদের ক্যামেরায় স্থানীয় ব্যবসায়ীদের কথায় ধরা পড়ল অবর্ণনীয় দুর্দশার করুণ ছবি ।
বিক্রম লাহা, দিঘা