Trending

আচ্ছা! আপনার জানা সবচেয়ে বড় গ্রহটির নাম কি বলুন তো? কি মাথায় আসছে? বৃহস্পতি তাই তো? হ্যাঁ সেটাই স্বাভাবিক। কারণ এতদিন অবধি বৃহস্পতিই আমাদের জানা সবচেয়ে বড় গ্রহ ছিল। তবে এবার জ্ঞানের ভাঁড়ার আপডেট করুন। কারণ ইতিমধ্যেই নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সৌর জগতের বাইরে তার অবস্থান। আকারে? বৃহস্পতির চেয়ে ৩ গুণ বড়।
এই এক্সো জায়েন্ট প্ল্যানেটটি পৃথিবীর থেকে ৩৭৯ আলোক বর্ষ দূরে রয়েছে। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ঠিক যতটা, এই এক্সোপ্ল্যানেট তার হোস্ট স্টারের থেকে তার তুলনায় একটু দূরে অবস্থান করছে। আবিষ্কারের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এই এক্সো প্ল্যানেটটির বছর হয় ২৬১ দিনের। TOI-2180 b এই নতুন এক্সো প্ল্যানেটের আবিষ্কার এবং তা প্রকাশ্যে আনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলা ভালো, জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে যা একটা মাইলফলক তৈরি করেছে।
জ্যোতির্বিজ্ঞানীরা এই প্ল্যানেটটির ক্ষেত্রে যে অদ্ভুত বিষয়টি লক্ষ্য করেন, তা হলো এই গ্রহের যে অংশে আলো দেখা গিয়েছিল সেটা প্রায় অর্ধেক শতাংশ কমে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় আগের উজ্জ্বলতায় ফিরে গিয়েছিল।
ব্যুরো রিপোর্ট