Daily
দীর্ঘ দেড় বছর পর স্কুল খুলল রাজ্যে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। সেই আনন্দই বদলে গেলো বিভীষিকাময় মৃত্যু যন্ত্রণায়।
স্কুলের বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে গঙ্গার জলে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলো দশম শ্রেণীর এক ছাত্র। জানা যাচ্ছে, মৃত ছাত্র বিপ্রজিত গড়াই নদিয়ার শান্তিপুর থানার পরেশনাথপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর জনা দশেক ছাত্র স্কুল থেকে গঙ্গায় স্নান করতে যায়। তারপরই সেই ছাত্র জলে তলিয়ে গেলে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ছাত্রের সন্ধানে জলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। এটি নিছকই দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনো কারণ আছে তা জানতে আটক তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। অন্যদিকে এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরেশনাথপুর এলাকায়।
রনি চ্যাটার্জী
নদিয়া