Daily
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুরঃ ব্যবসায়ী সমিতির দাবি মেনে সরকারি ব্যবস্হাপনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দাঁড়িপাল্লা নবীকরণ শিবির হল। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ বিডিও অফিস ক্যাম্পাসে এই দাঁড়িপাল্লা নবীকরণ শিবিরের আয়োজন করা হয়। রাজ্য সরকারের নায্য বানিজ্য অনুশীলন দপ্তরের ব্যবস্হাপনায় এদিনের শিবিরে কালিয়াগঞ্জের ছোটবড় প্রচুর ব্যবসায়ী হাজির হয়ে তাদের দাঁড়িপাল্লা নবীকরণ করেন । ২০১৮ সালে শেষবার কালিয়াগঞ্জ বিডিও অফিসে সরকারি ব্যবস্হাপনায় দাঁড়িপাল্লা নবীকরণ শিবির হয়েছিল। এরপর থেকে কালিয়াগঞ্জে শিবির না হওয়ার কারনে ব্যবসায়ীদের প্রচন্ড সমস্যা হয় দাঁড়িপাল্লা নবীকরণ করতে। কিছু ব্যবসায়ী রায়গঞ্জে নায্য বানিজ্য অনুশীলন দপ্তরে গিয়ে দাঁড়িপাল্লা নবীকরণ করে আনলেও অধিকাংশ ব্যবসায়ীর পক্ষে সেটা সম্ভব হয়নি।
দাঁড়িপাল্লা নবীকরণ নিয়ে ব্যবসায়ীদের এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিল কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি। প্রশাসনিক মহলে এনিয়ে দরবার করে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি। সেই আবেদনে সাড়া দিয়ে কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের জন্য ব্লক অফিসে দাঁড়িপাল্লা নবীকরণ শিবির করা হল। এদিন কালিয়াগঞ্জে দাঁড়িপাল্লা নবীকরণ শিবিরের আয়োজন প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির মহাসচিব সুনীল সাহা বলেন ক্রেতা, বিক্রেতা উভয়ের স্বার্থে প্রতিবছর দাঁড়িপাল্লা নবীকরণ হওয়া উচিত। একজন ক্রেতা যাতে পন্যের সঠিক ওজন পায়, তা সুনিশ্চিত করাই ব্যবসায়ী সমিতির লক্ষ্য। ২০২০ সালে করোনা এবং তার আগে ২০১৯ সালে দাঁড়িপাল্লা নবীকরণ শিবির হয়নি কালিয়াগঞ্জে। ফলে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছিল। বিষয়টি জেলাশাসকের নজরে আনা হলে তার নির্দেশে আজ দাঁড়িপাল্লা নবীকরণ শিবির হচ্ছে কালিয়াগঞ্জে। এই শিবিরে সাধারণ দাঁড়িপাল্লা ও ইলেক্ট্রনিক দাঁড়িপাল্লা নবীকরণের ব্যবস্হা আছে।