Daily

মণিপুর, উত্তর-পূর্ব ভারতে প্রকৃতির কোলে পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা ছোট্ট, সুন্দর, সাজানো একটি রাজ্য। পারিজাত ফুলের রাজ্য। বলা যেতে পারে, বাঙালি সংস্কৃতির বৈঠকখানা এই রাজ্য। যেখানে জাঁকজমক ভাবে পালিত হয় দোলযাত্রা, রাসলীলা ইত্যাদি। মণিপুরী নৃত্য যার বিশ্ব-মঞ্চে সমাদৃত।
সম্প্রতি রাজ্য সরকারের তৎপরতায় সেখানে চালু করা হয়েছে আইএলপি বা ইনার লাইন পারমিট। অর্থাৎ এই প্রবেশাধিকার পত্রটি না থাকলে আপনি ওই রাজ্যে প্রবেশ করতে পারবেন না, এমনকি আপনি বিদেশি পর্যটক হলেও, না। যদিও ব্রিটিশ আমল থেকে এই আইএলপি প্রথা চালু রয়েছে উত্তর–পূর্ব ভারতের ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত অরুণাচল, মিজোরাম ও নাগাল্যান্ড রাজ্যে। কিন্তু তা বলে বাঙালি রাজ্য মণিপুরে প্রবেশ করতে লাগবে গ্রিন সিগন্যাল?
মেনে নিতে পারেন নি ‘আমরা বাঙালি’ সংগঠন। আইএলপি বাতিলের দাবিতে দ্বারস্থ হয়েছেন দেশের শীর্ষ আদালতের। গ্রিন সিগন্যাল দিয়েছে সুপ্রিম কোর্ট। খুব শীঘ্রই শুরু হতে চলেছে মামলার শুনানি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মণিপুর থেকে এ প্রথার বাতিলের দাবি এখন শুধু শুনানির অপেক্ষায়।
ব্যুরো রিপোর্ট