Daily

দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের অক্সিজেন চাহিদা। কেন্দ্রের কাছে বারবার অক্সিজেন সমস্যা সমাধানের আর্জি জানিয়েও হয়নি সুরাহা। তাই এবার দেশের শীর্ষ আদালতের দারস্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল সরকার।
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর আবেদনের ভিত্তিতে ও দিল্লিবাসীর প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে প্রত্যেকদিন ৭০০ টন অক্সিজেন দেওয়া বাধ্যতামূলক বলে কেন্দ্রকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে ধার্য করা ৭০০ টন অক্সিজেনের অর্ধেক পরিমাণ পাচ্ছে রাজধানী বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারকে কিছু লুকিয়ে না রেখে কেন্দ্র থেকে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়া ভারতবাসীর সামনে আনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
ব্যুরো রিপোর্ট