Daily

ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল যে দেশে চালু হতে চলেছে, ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। এবার দ্রুততার সাথে সেই প্রকল্প চালুর নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্রকে শীর্ষ আদালত জানায় আগামী ৩১ সে জুলাই এর মধ্যেই এই প্রকল্প কার্যকর করতে হবে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের বিষয়েও বিশেষ নজর দেয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার শীর্ষ আদালত থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অতি শীঘ্র ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ চালু করার জন্য অনলাইন পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। যেখানে প্রত্যেকের রেজিস্ট্রেশন থাকা আবশ্যক। শুধুমাত্র দিল্লি, অসম ও পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও চালু হয়নি। তা নিয়ে রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সমস্ত তথ্য যেন নির্ভুল থাকে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।
এই রেশন কার্ডের ফলে রেশন কার্ডের আসল মালিকই রেশন নিতে আসছেন কি না তা জানা যাবে। ফলে পরিযায়ী শ্রমিকেরা দেশের যেকোনো প্রান্ত থেকে তাদের ভাগের রেশন সংগ্রহ করতে পারবেন। ইতিমধ্যেই দেশের রেশন দোকান গুলিতে ইপিওএস যন্ত্র বসে গিয়েছে, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করাও সম্পূর্ণ। এখন অপেক্ষা শুধু প্রকল্প শুরুর।
ব্যুরো রিপোর্ট