Prime
Daily
ভোট পরবর্তী হিংসায় কেন্দ্র-রাজ্যে জবাব তলব শীর্ষ আদালতের
By Business Prime News | May 25, 2021
Daily
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল রাজ্য। এবার তাকে কেন্দ্র করেই কেন্দ্র ও রাজ্যের কাছে জবাব তলব করলো সুপ্রিম কোর্ট।
গত বিধানসভা ভোটের পরে রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া রাজনৈতিক হামলার জন্য বিশেষ তদন্তকারী দল গড়ার দাবিতে গত ২ মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি-পর্বেই মঙ্গলবার দুই বিচারপতি বিনীত সারন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে। আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানি হবে।
ভোটের পরেও কেন হামলা থামছে না? কী ভাবে হিংসার ঘটনা থামানো যেতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন দেশের শীর্ষ আদালত।সংশ্লিষ্ট সংস্থাগুলিকেও এ বিষয়ে রিপোর্ট চাওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।
ব্যুরো রিপোর্ট