Daily

সংক্রমণের ভয়াবহতা দেখে উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। পরিস্থিতির দিকে নজর রেখে জানাল, সংক্রমণের চেন ভাঙতে জাতীয় স্তরে লকডাউনের কথা ভাবতে পারে কেন্দ্র এবং রাজ্য। কিন্তু তার আগে প্রান্তিক মানুষদের জন্য সমস্ত প্রয়োজন মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল করোনা সংক্রমণ নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার রায় দেন বিচারপতিরা। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়েও সবিস্তারে জানতে চাওয়া হয়েছে। লকডাউনের সঙ্গে প্রান্তিক মানুষেরা যাতে কোনরকম সমস্যার মধ্যে না পড়ে সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও কেন্দ্র এখনও পর্যন্ত লকডাউন নিয়ে কোন ভাবনাচিন্তা করেনি।
ব্যুরো রিপোর্ট