Daily

রেকর্ড উচ্চতায় পৌঁছল এসবিআই-এর শেয়ার। শুধুমাত্র সেপ্টেম্বর ত্রৈমাসিকের মুনাফা রিপোর্ট পেশ করার অপেক্ষা ছিল। আর সেটা জমা পড়তেই হু হু করে বাড়লো এসবিআই-এর শেয়ার দর। গত বুধবার প্রায় ৪% বেড়ে এসবিআই-এর স্টকের দাম পৌঁছল ৫৪২ টাকায়।
সেপ্টেম্বর ত্রৈমাসিকে নিট মুনাফার এই দ্রুতগতির বৃদ্ধি অনাদায়ী ঋণের জন্য প্রভিশনিং এবং সম্পদের গুণমান বৃদ্ধির কারণেই হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ত্রৈমাসিকে এসবিআই-এর আনুমানিক মুনাফার টার্গেট ছিল ৭,১৮২ কোটি টাকা। আর অনুমানের থেকে অনেকটাই বেড়েছে মুনাফা। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট সুদের আয় ২৮,১৮১ কোটি টাকা থেকে ১১% বেড়ে ৩১,১৮৪ কোটি টাকায় পৌঁছেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এসবিআই-এর সম্পদের গুণমান উন্নত হয়েছে।
সবটা মিলিয়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের ত্রৈমাসিক প্রফট রিপোর্ট তার স্টকের দামে জোরদার প্রভাব ফেলেছে। আগে যেখানে ব্যাঙ্কে স্টক পিছু দাম ছিল ৫২১.৭০ টাকা, এখন সেটাই বেড়ে এ দিন পৌঁছয় ৫৪২.৩০ টাকায়।
ব্যুরো রিপোর্ট