Jobs

চাকরি খুঁজছেন? এই তো চাকরি। আপনার হাতের সামনে। হাত বাড়িয়ে আবেদন পত্রটি পূরণ করার অপেক্ষা। সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা এসবিআই। এই পদে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং এরপর মুখোমুখি ইন্টারভিউ দিতে হবে প্রার্থীকে। আবেদন করা যাবে অনলাইনেই sbi.co.in এই ওয়েবসাইট থেকে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
নতুন বছরের জানুয়ারিতে স্টেট ব্যাঙ্কে চাকরির লিখিত পরীক্ষা হবে। আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। প্রার্থীদের ২ বছর কোনও বাণিজ্যিক অথবা স্থানীয় গ্রামীণ ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। এই পদে একবার সুযোগ পেলে প্রার্থীদের ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা হবে।
ব্যুরো রিপোর্ট