Daily

মঙ্গলবারই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে টুইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। এসবিআই মারফৎ জানা গিয়েছে, এবার হোয়াটসঅ্যাপেই মিলবে ব্যাঙ্কের পরিষেবা। যাতায়াতের পথেই নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স ও মিনি স্টেটমেন্ট দেখতে পাবেন গ্রাহকরা।
এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রার করতে হবে এবং এসএমএসের মাধ্যমে কনফার্মেশন জানাতে হবে। এরপর আপনার ব্যাঙ্কে রেজিস্টার করা নম্বর থেকে ৯১৭২০৮৯৩৩১৪৮ নম্বরে WAREG ও অ্যাকাউন্ট নম্বর লিখে পাঠাতে হবে। এরপরেই এসএমএসের মাধ্যমে তিনটি অপশন আসবে – অ্য়াকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট ও ডি-রেজিস্টার ফ্রম হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং। এবং এখান থেকেই আপনি নিজের পছন্দ মতন সার্ভিস বেছে নিতে পারবেন।
ব্যাঙ্কিং পরিষেবাকে গ্রাহকদের জন্য আরও সহজ করার লক্ষ্যেই গত মাস থেকে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বর্তমানে হোয়াটসঅ্যাপেই ব্যাঙ্কের মিনি স্টেটমেন্ট ও অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাচ্ছে। এই পরিষেবা চালু হওয়ার পর থেকে গ্রাহকরা তাদের ব্যাঙ্কের নথি সম্পর্কে আরও বেশি অবগত থাকবে বলে মনে করছে এসবিআই ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ