Market

উৎসবের মরসুমে বড়োসড়ো ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। গ্রাহকদের জন্য নিয়ে এলো আকর্ষনীয় সুযোগ। এক ধাক্কায় সস্তা হল হোম লোন।
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে গ্রাহকরা হোম লোনের জন্য সুদ দিতে পারবেন ৬.৭ শতাংশ হারে। তবে তার জন্য গ্রাহকের সিভিল স্কোর ভালো থাকতে হবে। লোন এর অঙ্ক যাইহোক সুদের হার কম হওয়ায় অনেকটাই সুবিধা হবে গ্রাহকদের।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী ৭৫ লাখ টাকা বা তার বেশি অঙ্কের যারা হোম লোন নেবেন তাদের সুদ দিতে হবে ৬.৭ শতাংশ হারে। এসবিআই সাধারনত ৭৫ লক্ষ বা তার বেশি অঙ্কের হোম লোন দিয়ে থাকে ৭.৫% হার সুদে।
বেতনভুক এবং বেতনভুক নয় এমন সমস্ত কর্মীরাই সুদ পাবেন ০.৪৫ শতাংশ সস্তায়। হিসেব কষে দেখা যাচ্ছে এতে গ্রাহকরা প্রায় ৪ লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
ব্যুরো রিপোর্ট