Jobs

ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন? আপনাদের জন্য রয়েছে দারুন সুখবর। ৬১৬০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যোগ্যতাঃ প্রার্থীদের নিশ্চিত ভাবে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমাঃ ২০২৩ সালের ১ আগস্ট অনুসারে প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
ট্রেনিংয়ের মেয়াদ এবং স্টাইপেন্ডঃ নির্বাচিত অ্যাপ্রেন্টিস প্রার্থীদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।
আবেদন ফিঃ জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেনীর প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি প্রার্থীদের কোন আবেদন ফি জমা দিতে হবে না।
নির্বাচন পদ্ধতিঃ প্রার্থীদের অনলাইনে আঞ্চলিক ভাষার লিখিত পরীক্ষা দিতে হবে। বাংলা, আসামী, মনিপুরি, মারাঠি সহ মোট ১৩ টি আঞ্চলিক ভাষার পরীক্ষা হবে। অক্টোবর বা নভেম্বর মাসে এই পরীক্ষা হবে।
গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পদ্ধতি চলবে। প্রত্যেক রাজ্যে কত শূন্যপদ রয়েছে স্টেট ব্যাঙ্ক ওয়েবসাইটে তা জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে শূন্যপদ ৩২৮। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in এ ক্লিক করুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ