Market

রাষ্ট্রপতি ভবনে শাখা খুলল দেশের বৃহত্তম অর্থ লেনদেনকারী ব্যাঙ্ক এসবিআই। যা দেশের ইতিহাসে কার্যত প্রথমবার। এবং ব্যাঙ্কের এই শাখার প্রথম গ্রাহক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর হাতে ব্যাঙ্কের পক্ষ থেকে তুলে দেওয়া হয় নতুন পাসবুক।
শনিবার অর্থাৎ ২৪ জুলাই রাষ্ট্রপতি ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন শাখার উদ্বোধন ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ার পার্সন দীনেশ খারা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ড. ভগবৎ কিশনারাও কারাদ।
এই নতুন ব্রাঞ্চে থাকছে ভিডিও কেওয়াইসি-র সুবিধা। থাকছে অটোমেটিক ক্যাশ উইথড্রয়াল এবং ডিপোজিট মেশিন। এছাড়াও রাখা হয়েছে পাসবুক প্রিন্টিংয়ের সুবিধা। জানানো হয়েছে, এই শাখার মাধ্যমে অন্যান্য সাধারণ লোকেরাও ব্যাঙ্ক পরিষেবা পাবেন।
ব্যুরো রিপোর্ট