Market
![business Prime News-sbi_](https://businessprimenews.com/wp-content/uploads/2021/12/sbi_web.jpg)
শনিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং-সহ একগুচ্ছ পরিষেবা। ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট, ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে না বলে জানা গেছে।
আরও ভালো ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। ১১ ডিসেম্বর ১১ টা ৩০ মিনিট থেকে ১২ ডিসেম্বর ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত প্রযুক্তিগত উন্নতির জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস , ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে না।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় ইউপিআই বা রুপে লেনদেনের জন্য ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট’ থাকা গ্রাহকদের থেকে লেনদেনপিছু ১৭.৭ টাকা কাটা হয়েছিল এসবিআই এর তরফে। মোট ১৪ কোটি লেনদেনের জন্য ২২৯৪ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। মাসিক চারটি লেনদেনের সীমা পেরিয়ে গেলেই সেই টাকা কাটা হত। কিন্তু সরকারের নির্দেশে মাত্র ৯০ কোটি টাকাই ফিরিয়ে দিয়েছে এসবিআই। যদিও ১৬৪ কোটি টাকা ফেরতই দেওয়া হয়নি বলে জানা গিয়েছে এবং সেই টাকা এসবিআই আটকে রেখেছে। যদিও এসবিআইয়ের তরফে দাবি করা হয়, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের থেকে যে চার্জ নেওয়া হচ্ছে, তা ফিরিয়ে দেওয়া হয়নি। এই বিষয়ে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং নির্দিষ্ট নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে বলে দাবি করেছে এসবিআই।
ব্যুরো রিপোর্ট