Daily

এবার বৈষম্যমূলক নিয়ম প্রণয়নের অভিযোগ উঠলো খোদ দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নয়া নির্দেশে বলা হয়েছে তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা মহিলারা চাকরির ক্ষেত্রে ‘সাময়িকভাবে অনুপযুক্ত’। আর এই নিয়ম নিয়েই শুরু হয়েছে প্রবল বিতর্ক । সারা দেশে যখন নারীদের উন্নতি,ক্ষমতায়নের স্বার্থে উদ্যোগী হচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সরকার, সেখানে দেশের সবথেকে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এর এই নির্দেশ চরম বিতর্ক তৈরি করছে।
ইতিমধ্যেই এসবিআই এই নয়া নির্দেশ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে সরব হয়েছে সাধারন মানুষ। ইতিমধ্যে দিল্লির মহিলা কমিশনের তরফ থেকে নোটিস দেওয়া হয়েছে এসবিআই-কে। ওই নির্দেশকে বৈষম্যমূলক ও অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি মহিলাদের নিয়োগ সংক্রান্ত নয়া নির্দেশিকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা, মহিলাদের ‘টেম্পোরারিলি আনফিট’ অর্থাৎ ‘সাময়িকভাবে কাজের অনুপযুক্ত’ বলে দাবি করে। তবে নির্দেশে উল্লেখ করা হয়েছে সন্তানের জন্ম দেওয়ার চার মাস পরই একজন মহিলা সংশ্লিষ্ট ব্যাঙ্কের চাকরিতে যোগ দিতে পারবেন। তবে নতুন যাঁরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় আবেদন করবেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
এই নির্দেশ প্রত্ত্যাহারের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কাছেও আর্জি জানিয়েছেন অনেকে। সেইসঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন শিব সেনা নেত্রী তথা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নির্দেশকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন এবং এই নির্দেশ প্রত্ত্যাহারের আরজি জানিয়েছেন। অপরদিকে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল এই নির্দেশকে বৈষম্যমূলক ও অবৈধ বলে উল্লেখ করেছেন।
ব্যুরো রিপোর্ট