Market

হাওয়ার গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। প্রতিদিনই লাফাচ্ছে আক্রান্তের সংখ্যা। তাই চিকিৎসা পরিকাঠামোয় যেমন সরকারের রয়েছে কড়া নজরদারি তেমনই এবার চিকিৎসার জন্য আক্রান্তের পাশে দাঁড়াল ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। নিয়ে এলো একটি বিশেষ স্কিম, করোনা আক্রান্তদের জন্য। সংস্থার পক্ষ থেকে এই স্কিমের নাম দেওয়া হয়েছে করোনা রক্ষক স্কিম। যেখানে মাত্র ১৫৬ টাকার বিনিময়ে এই চিকিৎসা পাবেন করোনাক্রান্ত রোগীরা। আসুন জেনে নেওয়া যাক এই স্কিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
করোনা রক্ষক স্কিম হল একটি স্বাস্থ্য বীমা সুরক্ষা প্রকল্প। এই পলিসি করতে হলে কোনরকম মেডিক্যাল টেস্টের প্রয়োজন নেই। তবে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রিমিয়ামের অঙ্ক সবচেয়ে কম রাখা হয়েছে ১৫৬ টাকা এবং সর্বাধিক ২,২৩০ টাকা। এই পলিসির ন্যূনতম কভারেজ রাখা হয়েছে ৫০ হাজার টাকা এবং সর্বাধিক লক্ষ টাকা।
একদিকে যখন সংক্রমণ প্রশাসনিক মহলে বাড়িয়েছে উদ্বেগ, তখন অন্যদিকে আক্রান্ত হবার ভয়ে কাঁটা দেশের মানুষ। আর চিকিৎসার জন্য সবদিক সামাল দেওয়াও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমজনতার। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত এসবিআই বাড়িয়ে দেওয়ায় উপকৃত হবেন আমজনতাই।
ব্যুরো রিপোর্ট