Trending

এসবিআই গ্রাহকদের জন্য এখন সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের হোম লোনের জন্য নিয়ে এসেছে বিশেষ টপ আপ লোন। এই টপ আপ লোনের মাধ্যমে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় সুযোগ-সুবিধা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, এই ধরনের টপ আপ লোন নিলে সুদের হারের উপর ০.২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই টপ আপ লোনের জন্য কোনও ধরনের প্রসেসিং ফি-ও নেওয়া হবে না।
তাছাড়া, ব্যাঙ্ক কর্তৃপক্ষ হোম লোনের রিপেমেন্টের প্যাটার্ন দেখে এই ধরনের টপ আপ লোন ইস্যু করে। এই ধরনের টপ আপ লোনের মাধ্যমে সন্তানের লেখাপড়ার খরচ, এমনকি বিয়ের জন্য খরচ করা যেতে পারে। এছাড়াও এই ধরনের টপ আপ লোনের মাধ্যমে নতুন কোন সম্পত্তি ক্রয়ও করা যেতে পারে। এই ধরনের লোনের ক্ষেত্রে আগের লোনের পেমেন্টের সঙ্গে টপ আপ লোনের মাসিক কিস্তির পেমেন্টও করতে হয়, বলে সূত্রের খবর।
ব্যুরো রিপোর্ট