Market
সুদের হার বাড়াল দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হল মার্জিনাল কস্ট লেন্ডিং রেট। যে কারণে পকেটে চাপ পড়তে পারে মধ্যবিত্তের। মনে করা হচ্ছে গাড়ি, বাড়ি, শিক্ষা সহ পার্সোনাল ঋণের মত বিভিন্ন খুচরো ঋণের ক্ষেত্রে বাড়তে পারে মাসিক কিস্তি। সেক্ষেত্রে যারা নতুন করে ইএমআই নেবেন, তাঁদের তো বটেই। এমনকি চাপ পড়বে পুরনো ঋণ গ্রহীতাদের উপরেও। গত ১৫ এপ্রিল থেকে এই বৃদ্ধি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে।
মনে করা হচ্ছে, স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপের কারণে সাধারণ মানুষের খরচ বাড়বে গাড়ি, বাড়ি কেনার সময়। এমনিতেই অতিমারির জোরালো কামড় খেয়ে ক্ষতির মুখে পড়ে দেশের গাড়ি এবং আবাসন শিল্প। অবশেষে সম্যের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গাড়ি এবং আবাসন শিল্প। কিন্তু মনে করা হচ্ছে, স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপের কারণে ফের ক্ষতির মুখে পড়তে পারে গাড়ি, আবাসন সহ বিভিন্ন শিল্প। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপের অন্যতম কারণ মূল্যবৃদ্ধির হার। যে কারণে আমানতের উপরেও সুদের হার বাড়তে পারে। সেক্ষেত্রে অর্থনীতির উপরে কি প্রভাব পড়তে পারে, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ