Market

বদল হচ্ছে স্টেট ব্যাঙ্কে টাকা তোলার নিয়ম। এই নিয়ম লাগু হবে এটিএম এবং চেক মারফত টাকা তোলার ওপর পরতে পারে বেশ কড়া নিয়ম। জানা গিয়েছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য মূলত এই নিয়ম চালু করতে চলেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আর এই নতুন নিয়ম চালু হবে আগামী ১ জুলাই থেকেই।
এসবিআই সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই থেকে মাসে সর্বাধিক চারবার বিনা চার্জে এটিএম থেকে টাকা তোলা যাবে। কিন্তু পঞ্চমবার থেকে টাকা তুলতে গেলে দিতে হবে ১৫ টাকা সঙ্গে জিএসটি। চেকবুক মারফত টাকা তুলতে গেলেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়াও জানান হয়েছে, বছরে একবার ১০ পাতার একটি চেকবই বিনামূল্যে পাওয়া যাবে ব্যাঙ্কের তরফ থেকে। তারপর প্রতি চেকবই এর জন্য দিতে হবে আলাদা চার্জ। ১০ পাতার চেকবই এর জন্য খরচ পড়বে ৪০ টাকা। ২৫ পাতা চেকবই এর জন্য ৭৫ টাকা এবং জরুরি ভিত্তিতে বই এর প্রয়োজন পড়লে দিতে হবে ৫০ টাকা। এই প্রতিটির সঙ্গে যুক্ত থাকবে জিএসটি।
উল্লেখ্য, এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা অনেকটাই। এই অ্যাকাউন্ট কোন ব্যালেন্স ছাড়াই যেমন করা যায় তেমনই এই অ্যাকাউন্ট চালু রাখার জন্য কোন টাকা রাখার তেমন প্রয়োজন পড়ে না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের একটি এটিএম কার্ড এবং একটি চেকবই দেওয়া হয়- যা অনায়াসে ব্যবহার করতে পারেন সাধারণ মানুষরা। কিন্তু নতুন নিয়ম কিছুটা সমস্যা তৈরি করবে বলেই মনে করছেন অনেকে।
ব্যুরো রিপোর্ট