Market

প্রতারকদের হাত থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য সতর্ক করছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। অনলাইন হ্যাকিং বা প্রতারণা যেন তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষাবর্ম ভাঙতে না পারে তার জন্য আরও বেশি করে গ্রাহকদের সচেতন থাকার কথা জানাচ্ছে তারা।
এসবিআই যেমন জানিয়েছে, অবিশ্বস্ত উৎস থেকে বা অচেনা ব্যক্তির কথায় গ্রাহক যেন কোনরকম অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেন। কারণ ওটিপি, পিন বা সিভিভি যেকোন জায়গা থেকেই ব্যবহার করা যায়। তাই একমাত্র তাদের যাচাই করা সাইট থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলেছে স্টেট ব্যাঙ্ক।
একইসঙ্গে সতর্ক করেছে অনলাইন লেনদেনের বিষয়েও। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অচেনা কারুর ফোন পেলে বা ইমেল পেলেই গ্রাহক যেন অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেন। একই পরামর্শ দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তারাও বলেছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের ওপরেই ভরসা রাখার জন্য। এছাড়া যেন অন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে টাকা পয়সা লেনদেন গ্রাহক না করেন। তবেই গ্রাহকদের প্রতারিত হবার সম্ভাবনা থাকবে না।
ব্যুরো রিপোর্ট