Daily
জীবনের এমন কোনো দিক নেই যেখানে প্লাস্টিক নেই। জন্ম থেকে মৃত্যু কোন না কোন ভাবে নিজেদের উপস্থিতি জানান দেয় পলিমার প্রজাতির এই নতুন বাই প্রডাক্ট প্লাস্টিক।
আজ বিশ্ব প্লাস্টিক ব্যাগ ফ্রী ডে। প্লাস্টিক ব্যাগ বর্জন করে সমাজে নিজের স্ট্যাটাস বাড়ানোর কোন দিকে যাচ্ছি আমরা। ভেবে দেখেছেন কি?
প্লাস্টিক এমনই একটা উপাদান আপনি প্রতিদিন প্রতিমুহূর্তে বয়ে চলেছন জীবনে চলার পথের সঙ্গী করে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি? এই প্লাস্টিক ব্যাগের ধ্বংসাত্মক পরিণতি আণবিক বম্ব বিস্ফোরণের পরিণতির চেয়েও ভয়ঙ্কর হতে পারে
সত্যি কথা বলতে কি প্লাস্টিক আপনি যা বহন করে চলেন তা গুরুত্বের বিচারে সমাজ জীবনে পরিবেশ জীবনে অনেক অনেক গুণ ভয়ানক ।
সমাজের বাস্তু তন্ত্রে নিঃশব্দে ডেকে আনছে বিসের বিপদ। আমাদের চেতনে, অবচেতনে আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে যাচ্ছি সেই ধ্বংসের পথে।
আজ সময় এসেছে। অভ্যাস বর্জন করার। সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দায়িত্ব বর্তেছে অন্য কে পরিবর্তন করার।
আসুন বিশ্ব প্লাস্টিক ব্যাগ ফ্রি দিনে আমরা অঙ্গীকার করি No to plastic bag.
ব্যুরো রিপোর্ট