Market
বি পি এন ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঝাপটায় যখন উদ্বেগ বাড়ছে সরকারের, তখন জমায়েত এড়ানোর জন্য আবারও কোপ পড়ল হোটেল-রেস্তরাঁর ব্যবসায়। যার ফলে একরকম আতঙ্কিত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের বহর। গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬,৯৮২ জন। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার সংক্রমণ বাড়তে না দেওয়ার জন্য নাইট কার্ফু জারির পাশাপাশি হোটেল এবং রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে।
যে হারে ভাইরাসের সংক্রমণ প্রতিদিন বাড়ছে তারপর যদি অন্যান্য রাজ্য এই একই পথে হাঁটে, তাহলে রেস্তরাঁ ব্যবসায়ীদের ভাগ্য হোঁচট খাবেই। এমনই আশঙ্কা প্রকাশ করেছে হোটেল এবং রেস্তরাঁগুলির রাজ্য এবং জাতীয় সংগঠক। এমনিতেই আনলক পর্বের পর থেকে এই ব্যবসা পুরোপুরি ছন্দে ফেরে নি। সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে তাদের ভাগ্য আর এমন সময় হোটেল-রেস্তরাঁর ব্যবসায় আবারও ধাক্কা আসায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাই সরকারের কাছে তাদের দাবি, হয় বিধি মেনে খোলা থাকুক হোটেল-রেস্তরাঁ, নয়তো কর্মী এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিক সরকার। কারণ হোটেল, রেস্তরাঁর ব্যবসা সবচেয়ে বেশি হয় সপ্তাহের শেষে এবং সন্ধ্যে থেকে রাতে। আর হোম ডেলিভারি সিস্টেমে এই ব্যবসা কখনই তেমন একটা লাভের মুখ দেখতে পাবে না। তাঁরা আরও দাবি করেছেন যে, হোটেল-রেস্তরাঁ সম্পূর্ণ বন্ধ না রেখে বরং অতিথির সংখ্যা নিয়ন্ত্রণে নজর দিক সরকার। তারাও সম্পূর্ণ বিধি-নির্দেশ মেনে চলবে বলে আশ্বস্ত করবে প্রশাসনকে।