Daily

টাকা জমান, কর বাঁচান, পিপিএফ অ্যাকাউন্ট দেবে সুবিধা। এক ঢিলে দুই পাখি হলে মন্দ কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ডে নিশ্চিন্তে অ্যাকাউন্ট খুলুন, আর সুবিধে নিন।
যেকোনো পোস্ট অফিসে বা যেকোনো ব্যাংকে খোলা যাবে এই অ্যাকাউন্ট। করের ক্ষেত্রে ছাড় তো পাবেনই সাথে সঞ্চয়ও বেশ লাভজনক। মনে রাখবেন, অ্যাকাউন্ট চালু রাখতে বছরে অন্তত ৫০০ টাকা জমা দেয়া আবশ্যিক। তবে এই প্রকল্পে বছরে দেড় লক্ষ টাকার বেশি রাখলে তার উপর সুদ পাওয়া যায় না। কি কি সুবিধে রয়েছে এই অ্যাকাউন্ট-এ।
বেশির ভাগ কর ছাড়ের সঞ্চয় প্রকল্পে টাকা জমা, সুদ বা টাকা তোলার যে কোনও একটাতে কর বসে। তবে এই প্রকল্পে আয়কর আইনের ৮০-সি ধারা অনুযায়ী তিনটির একটিতেও কোনো কর বসে না। সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যা ডকুমেন্ট লাগে, এই অ্যাকাউন্টেও তাই প্রয়োজন।
তবে আপনি এই অ্যাকাউন্ট ১৫ বছরের আগে বন্ধ করতে পারবেন না। এই ১৫ বছরের মাঝে আপনি টাকা তুলতে পারেন এবং ১৫ বছর পর পুরো টাকা তুলে নেয়ার সুবিধাও রয়েছে। একমাত্র জরুরি কারণেই ৫ বছরে আপনি এই অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ পাবেন।
ব্যুরো রিপোর্ট