Daily

সোমবার গোটা বিশ্ব এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। সৌরজগতের একটি বিশেষ অংশ অর্থাত্ শনি গ্রহ ভারতীয় সময় সকাল ১১টা ৩০ নাগাদ পৃথিবীর খুব কাছাকাছি আসবে। অর্থাত্ এদিন শনি গ্রহকে খুব উজ্জ্বল দেখাবে। মহাকাশ গবেষকদের কাছে এই দৃশ্যটি খুব বিশেষ হতে চলেছে, কারণ শনি গ্রহ আমাদের সবচেয়ে দূরের গ্রহ, যা কোনো টেলিস্কোপ ছাড়া দেখা যায় না।
পাঠানী সামন্ত প্ল্যানেটরিয়ামের পরিচালক ডাঃ সুভেন্দু পট্টনায়েক বলেন, “ভারতীয় সময় অনুযায়ী, সকাল সাড়ে এগারোটায় শনি এবং পৃথিবী একে অপরের সবচেয়ে কাছাকাছি আসবে।
এই সময়ে পৃথিবী সূর্য এবং শনির মধ্যে থাকবে এবং এই স্বর্গীয় ঘটনার নাম দেওয়া হয়েছে Opposition। ব্রিটেনের রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষক ডঃ রবার্ট মেসির মতে, এই মহাজাগতিক ঘটনার ফলে শনি গ্রহকে দেখা সহজ হবে। তিনি জানিয়েছেন এটি হলুদ রঙের নক্ষত্রের মত আকাশের ফাঁকা অংশে দেখা যাবে। তবে মিটমিট করে জ্বলবে না। স্থির থাকবে। এদিন এই গ্রহটি অন্যান্য নক্ষত্রের চেয়ে অনেক উজ্জ্বল হতে চলেছে।
আকাশে এই সুন্দর দৃশ্য দেখার জন্য আলাদা কোন উপকরণের দরকার হবে না। কিন্তু যদি শনির বলয় পরিষ্কারভাবে দেখতে হয়, তাহলে দূরবীন এর সাহায্য নিতে হতে পারে। একই সাথে, রাতের অন্ধকার আকাশে শনি গ্রহকে দেখা যাবে, কিন্তু মেঘলা এবং বৃষ্টির কারণে এই বিরল দৃশ্য দেখতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। যদিও এই দৃশ্যটি পুরো মাস ধরে থাকবে, তাই এটি দেখার অনেক সুযোগ থাকবে। তবে সোমবার শনি গ্রহ পৃথিবীর সবথেকে কাছে আসবে এবং পরিষ্কার দেখাবে।
এই ধরণের বিরল দৃশ্যের জন্যে আগস্ট মাস বিশেষ মাস হতে চলেছে।অপরদিকে ১১ আগস্ট চাঁদ এবং শুক্র একে অপরের খুব কাছাকাছি আসতে চলেছে। যদিও এটি সূর্যাস্তের পর দেখা যাবে। আবার ১৯ আগস্ট বৃহস্পতি সূর্যের উল্টোদিকে থাকবে অর্থাত্ পৃথিবীর খুব কাছে থাকবে সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। এদিন বৃহস্পতিকে খুব উজ্জ্বল এবং চকচকে দেখাবে। তারপরে ২০ আগস্ট, চন্দ্র এবং শনির যোগ হবে। ২২ শে আগস্ট আকাশে ব্লু মুন দেখা যাবে।
ব্যুরো রিপোর্ট