Daily

এমনিতেই ফড়েদের উৎপাতে কৃষকেরা পেতেন না ন্যায্য দাম। তারওপর ভাইরাসের আক্রমণ এবং লকডাউনের কামড়। এই অবস্থায় কৃষক থেকে পাইকারি ব্যবসায়ীদের অবস্থা শোচনীয়। তাই, কৃষকের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল বাংলাদেশের অন্যতম হোলসেল মার্কেটপ্লেস সদাগরডটকম। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন হল সদাগর শস্য উৎসব ২০২১ এর।
‘শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে তারা কৃষক এবং পাইকারি ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন করল। যেখানে পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষকের ঘর থেকে ন্যায্যমূল্যে কিনতে পারবেন শস্য। দেশের যেকোন প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবেন পাইকারি ব্যবসায়ীরা। একদিনে কেনা যাবে ৫ টন থেকে সর্বাধিক ৩২ টন পর্যন্ত। এবং বুকিং করার এক সপ্তাহের মধ্যেই পাইকারি ব্যবসায়ীর দোরগোড়ায় পৌঁছে যাবে চালের প্রথম কিস্তির চালান।
শস্য উৎসবের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সদাগরডটকমের সিইও আরিফ চৌধুরী থেকে বাংলাদেশের তাবড় সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষেরা। তাঁরা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন সদাগরডটকমের এই উদ্যোগকে। কোভিড পরিস্থিতির মধ্যেও কৃষকদের পাশে দাঁড়াবার জন্য সদাগরডটকম কুড়িয়ে নিয়েছে কৃষক সহ আপামর ব্যবসায়ীমহলের প্রশংসা।
ব্যুরো রিপোর্ট