Story

তুমি আসবে বলে, আমরা আজও চেয়ে আছি। শুধুই তুমি আসবে বলে।
গত ২ বছর তুমি আসলে না। কিন্তু তোমার পথ চাওয়ার লোকের সংখ্যা এতটুকুও কমে নি সান্টা। আসলে মহামারি তোমাকে আসতে দেয়নি। মিশতে দেয়নি আমাদের সাথে। পৌঁছাতেও দেয়নি কারোর কাছে। আমরা তোমার দুঃখটা বুঝি। তুমিও ঝোলা ভর্তি করে একদম রেডি ছিলে। ছিল না শুধু অন ইওর,মার্ক, গেট সেট গো-র কম্যান্ড। আমরা বুঝি তোমার দুঃখটা।
বোঝে না শুধু শিয়ালদা ফ্লাইওভারের নীচে কনকনে শীতে কংক্রিটের থামে হেলান দিয়ে বসে থাকা ফ্যাকাশে চুলের ছোট্ট মেয়েটি। মায়ের আঁচলের খোঁট ধরে জিজ্ঞেস করে, মা কেউ তো আসল না? জাদুঘরের সামনের ফুটপাথে প্লাস্টিক মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটি, ঘুম ভেঙ্গে দেখে, কই তার গায়ে নতুন কম্বল তো এলো না? আসলে সান্টা মানেই তো কিছু না কিছু প্রপ্তি। নেই রাজ্যের দুনিয়াতে একমাত্র তুমিই তো আছ। যে কিছু দিতে পার। কোন পিছুটান না ভেবে।
ডিয়ার সান্টা। এবার কিন্তু একটু অন্য আবদার রাখি তোমার কাছে। মন দিয়ে একটু শুন প্লিজ। আমরা তো জানি এই আজকের দিনটাতেই তুমি কল্পতরু। আমরা বিশ্বাসও করি তাই। বহু ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। এবার প্লিজ তাদের জন্য কিছু একটা করো। আর আরেকটা কথা, তোমাকে না বললেই নয়। তোমার বিচরণ ভুমি তো চরাচরব্যাপি। তাই বলি কি প্লিজ, একটু স্বার্থপরের মতই বলছি, কিছু মনে করোনা , এবার তোমার ঝুলি থেকে বাংলার জন্যও কিছু বের করো। তোমার ম্যাজিক বাঁশির সুরে আকৃষ্ট হয়ে দেশ বিদেশের শিল্পপতিরা যেন এই বাংলায় ছুটে আসেন কল-কারখানা গড়তে। দেখবে, বাংলায় লক্ষ লক্ষ মানুষের কর্ম সংস্থান। আমি হলফ করে বলতে পারি, তুমি তোমার সাদা দাড়িতে হাত বুলিয়ে বলবে, জিঙ্গেল বেল।
অনেক কিছুই চেয়ে ফেললাম কিন্তু। কিছু মনে করোনা প্লিজ। আসলে তুমি আসবে বলেই, আজ অন্তত দুচোখের পাতা এক করতে পারব না। কারণ, তুমি আসবে বলেই।
ব্যুরো রিপোর্ট
#TAGS#Christmas,ChristmasEve,Celebration,Kolkata,WaitingForSanta,ParkStreet,Carnival
বড়দিনেরআনন্দ,বড়দিনেরউপহার,ক্রিস্টমাস,কেককাটিংসেলিব্রেশন,স্যান্টারউপহার,কলকাতা,পার্কস্ট্রিট