Daily
২০২২-২৩ অর্থবর্ষে ভারতের GDP বাড়তে পারে ৭.৪% থেকে ৮.২% পর্যন্ত। আশাবাদী BAJAJ Finserv Managing Director Sanjiv Bajaj । সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন Sanjiv Bajaj। সেখানে তিনি আরও বলেন, CII এর মতে অপরিশোধিত তেলের দাম যদি আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ১০০ ডলার থাকে, সেক্ষেত্রে দেশের জিডিপি বাড়তে পারে ৭.৮%। আর ব্যারেল প্রতি দাম কিছুটা কমে ৯০ ডলারে নেমে এলে সেক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধির হার বাড়তে পারে ৮.২ শতাংশে। একইসঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে সরকারকে বিনিয়োগ করার ব্যাপারেও দিয়েছেন পরামর্শ। এমনকি কৃষি, শ্রমিক, বিদ্যুৎ ইত্যাদি বিষয়গুলোকে অতি দ্রুত জিএসটি কাউন্সিলের আলোচনার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত চিনে ফের করোনার চোখ রাঙানি এবং রুশ-ইউক্রেনের দ্বন্দ্ব আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঠেলে তুলেছে ব্যারেল প্রতি ১০৯ ডলার। ফলত এই দাম আদৌ কতটা কমবে তা নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।
তবে সঞ্জীব বাজাজের মতে, এই কঠিন সময়ে দাঁড়িয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর পেট্রল ও ডিজেলের উপর থেকে কড়ের পরিমাণ কমানো উচিত।