Daily

অভিনব পদ্ধতিতে স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হল বাঁকুড়ায়। এবার আর গাড়ি নয়, সরাসরি ড্রোন। বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় মাঠ থেকে ড্রোনের মাধ্যমে শুরু হয় এলাকা স্যানিটাইজেশনের কাজ।
উল্লেখ্য, এই গোটা কর্মকাণ্ডের তত্ত্বাবধানে ছিলেন বাঁকুড়ার সাংসদ ড. সুভাষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নীলাদ্রিশেখর দানা সহ অন্যান্য ব্যক্তিরা। জানা গিয়েছে, ড্রোন ব্যবহারের কারণে অনেকটা এলাকা একসঙ্গে স্যানিটাইজ করা সম্ভব হচ্ছে। তাই, এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রোন ব্যবহার করার জন্য কম সময়ে অনেকটা এলাকা স্যানিটাইজ করা সম্ভব হবে। এরপর গোটা বাঁকুড়া লোকসভাকেই এভাবে স্যানিটাইজ করা হবে।
এমনিতেই বঙ্গবাসীকে সুস্থ রাখার জন্য প্রশাসনিক মহল থেকে বারবার বিভিন্ন উপায় গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে ড্রোনের ব্যবহার নিঃসন্দেহে অভিনবত্বের দাবি রাখে। যদিও বাঁকুড়া পুরসভার সদস্য দিলীপ আগরওয়াল এই গোটা বিষয়টিকেই বিজেপির চমক বলে কটাক্ষ করেছেন।
আব্দুল হাই, বাঁকুড়া