Daily

অসুস্থতার খবর আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ সন্ধ্যা রায়।
সূত্রের খবর, বর্তমানে তিনি আর এন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টের পাশাপাশি জ্বরও আছে তাঁর শরীরে। সর্দির সঙ্গে বুকে জমেছে কফ। করোনার উপসর্গ থাকায় তাঁর কোভিড টেস্ট করানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত রিপোর্ট এসে পৌঁছয় নি।
এমনিতেই করোনার আবহে আতঙ্ক এবং উদ্বেগ নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের অসুস্থতার খবরে আবারও আতঙ্ক নেমেছে টলিপাড়ায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন শিল্পী থেকে সকল সিনেমাপ্রেমী মানুষ।
ব্যুরো রিপোর্ট