Daily

‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’। নাহ্। আজ মন খারাপের দিন। চিরদিনের মত থেমে গেলো পরিচিত সেই মিষ্টি সুরেলা কণ্ঠ। জীবন যুদ্ধ শেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন গীতশ্রী। আরও একবার মাতৃহারা হলো সঙ্গীত জগৎ।
বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনার শিকার হয়েছিলেন তিনিও। ভর্তি করা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। সঙ্কটজনক অবস্থায় শিল্পীকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। তবে, সঙ্কটজনক হলেও স্থিতিশীল ছিলেন তিনি। আজ সকালে হঠাৎই রক্তচাপ কমে যায়। চিকিৎসকদের চেষ্টায় সমস্তটা নিয়ন্ত্রণে আসলেও, অবশেষে, পরদেশে পাড়ি দিলেন গায়িকা।
যদিও শিল্পীর কখনও মৃত্যু হয় না। তবুও আজ মন ভার ভারতীয় সঙ্গীত জগতের। নিজের পাওয়া সম্মানের ঝুলি ফেলে রেখে না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী শিল্পী। গীতশ্রীর প্রয়াণে দেশের শিল্পীমহলে শোকের ছায়া।
ব্যুরো রিপোর্ট