Daily

বি পি এন ডেস্ক : এবার বালির খাদানে বালি কাটতে গিয়ে প্রাচীন সূর্য মূর্তি বেরিয়ে এল আর এই মূর্তি দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল । শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে ।
পুলিশ সূত্রে জানতে পারা যায় , দুপুর 2:30 নাগাদ নারিচা সর্বমঙ্গলা বালির ঘাটে বালি কাটছিল শ্রমিকরা সেই সময়ে হঠাৎ সূর্য মূর্তি বেরিয়ে আসে । খবর দেওয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে । তড়িঘড়ি পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন । টেরাকোটা পাথরের এই মূর্তিটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে ।
বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের কিউরেকার তুষার সরকার জানান, এটি দ্বাদশ শতকের সূর্য দেবের মূর্তি। কারণ মূর্তির দুইহাতে প্রস্ফুটিত পদ্মের দুটি নাল ধরা থাকে। দু’দিকে থাকে দন্ডী পিঙ্গল মূর্তি আর ঊষা প্রত্যাশা। এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। উনি শব্দ অশ্ব রথে চেপে আছেন। এতেই পরিষ্কার ,যে এটা সূর্য দেবের মূর্তি।