Market

স্যামসাং তাদের সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিটটি চিন থেকে উত্তরপ্রদেশে স্থানান্তরিত করেছে এবং উত্তরপ্রদেশ এই ইউনিট থেকে মোবাইলের ডিসপ্লে সহ আরও যন্ত্রাংশ রপ্তানির চেন তৈরি করবে। সম্প্রতি ভারত মাতা কি জয় নামের একটি ফেসবুক পেজে এই বার্তাটি দেওয়া হয়। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে।
অতিমারি পরিস্থিতিতে যেখানে চাকরির আকাল সর্বত্র, সেখানে স্যামসাং এর মত প্রথম সারির মোবাইল ফোন সংস্থা তাদের পুরো ইউনিট উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে আসার খবরে নেটিজেনদের একাংশ যথেষ্ট আনন্দিত হয়। অনেকে আবার বলতে শুরু করেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বিজেপিকে যেভাবে বেকারত্ব নিয়ে আক্রমণ করেছিলেন, যোগী সরকার দেখিয়ে দিলেন তার কতটা ভ্রান্ত। অনেককে বলতে শোনা গেছে বাংলা থেকে ইউপি, বিহারীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু শিল্পের দিক থেকে এগিয়ে রয়েছে তারাই। কেউ কেউ তো পোস্টটির কমেন্ট বক্সে এই দাবিও তুলেছেন যে, বাংলার ছেলে মেয়েরা এই কোম্পানিতে গিয়ে চাকরি করবে, কিন্তু নিজের রাজ্যে তারা চাকরি পাবেনা। এককথায় বাংলার কাছে শিল্প অধরাই থেকে গেল।
পোস্টটিতে বাংলার শাসক শিবিরকে একেবারেই ক্ষুন্ন করে দেখান হয়েছে। পরিবর্তে করা হয়েছে বিজেপির জয়গান। কিন্তু এই পোস্টটি একেবারেই নির্ভুল নয়। অর্থাৎ স্যামসাং কোনভাবেই তার মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট চিন থেকে উত্তরপ্রদেশে সরিয়ে আনছে না। বরং সরিয়ে এনেছে তাদের ডিসপ্লে ইউনিট। গত রবিবার স্যামসাং-এর প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্যামসাং-এর দক্ষিণ-পশ্চিম এশিয়ার সিইও কেন ক্যাং যোগীর এই সাহায্যের জন্য তাঁর যথেষ্ট প্রশংসাও করেছেন এবং জানিয়েছেন, উত্তরপ্রদেশে শিল্প এবং বিনিয়োগকারীর সু-ব্যবস্থা থাকায় নয়ডাতে তারা স্যামসাং-এর শুধুমাত্র ডিসপ্লে ইউনিট সরিয়ে এনেছে। কিন্তু সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে আনার খবরটি একেবারেই বিভ্রান্তিকর।
ব্যুরো রিপোর্ট